বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

ট্যাম্পাকো অগ্নিকান্ডে বিচার হবে : আমু

প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, টঙ্গীর কারখানায় বিস্ফোরণের পর আগুনের ঘটনায় যাদের গাফিলতি থাকবে, তারা শাস্তি পাবে। ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, কারখানায় হতাহতের ঘটনায় তারা সবাই মর্মাহত, শোকাহত। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীসহ সবাই এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, এ ঘটনায় আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সে অনুযায়ী তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। শ্রম মন্ত্রণালয় থেকে ভুক্তভোগীদের আর্থিক সাহায্য দেয়া হচ্ছে। শিল্পমন্ত্রী বলেন, এ ঘটনায় শিল্প মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে  ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনাটি কেন ঘটল, তা তদন্ত করে দেখা হবে। এ ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে, সে জন্য আগাম ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। পরিদর্শনকালে স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেলসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন