শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নন্দীগ্রামে নির্বাহী অফিসারকে মুক্তিযোদ্ধা সংসদের সংবর্ধণা

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২১, ৫:০৪ পিএম

বগুড়ার নন্দীগ্রামে করোনাভাইরাস সংক্রমণ রোধে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা করেছে মুক্তিযোদ্ধা সংসদের নেতারা।

সোমবার দুপুরে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এরআগে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. শিফা নুসরাতকে ফুলেল সংবর্ধণা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ মোসলেম উদ্দিন।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ¦ মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, আব্দুল গফুর, শাহজাহান আলী সাজু, ওয়াসিম উদ্দিন, মোহাম্মদ কবির উদ্দিন মন্ডল, শফিউল আলম ছবি, হাবিবুর রহমান, আলহাজ¦ মেহের আলী, আব্দুর রশিদ, আব্দুল কাদের, ইসমাইল হোসেন, পরশ উল্লাহ মন্ডল সহ গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন