শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফেন্সিডিলের পর গাড়ি কেলেংকারিতে অভিযুক্ত বগুড়ার সদ্য বিদায়ী এএসপি আরিফুল

বগুড়া থেকে মহসিন রাজু | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২১, ৫:২৯ পিএম

অবৈধভাবে ফেন্সিডিল বিক্রির অভিযোগে বগুড়ার শিবগঞ্জ সার্কেলের এসএসপি আরিফুল ইসলামকে বরিশালে স্ট্যান্ড রিলিজের ঘটনার রেশ না কাটতে না কাটতেই নতুন অভিযোগ উঠলো তার বিরুদ্ধে।
নতুন অভিযোগটি করেছেন, গত ফেব্রুয়ারী মাসে নিহত বগুড়ার শিবগঞ্জের কৃষকলীগ নেতা আজাহারুল ইসলাম নান্টু (৩৫) হত্যা মামলার বাদী ও মরহুমের পিতা আব্দুল বাছেদ মন্ডল ।
বাছেদ মন্ডলের অভিযোগ, সদ্য বদলী হওয়া শিবগঞ্জ থানার সার্কেল এএসপি আরিফুল ইসলাম সিদ্দিকীর চাপেই তিনি তার পুত্র হত্যার বিচার থেকে বঞ্চিত হওয়ার আশংকা করছেন । তার বক্তব্য তার পুত্র নান্টু মারা যায় ৮ ফেব্রুয়ারী । ১০ ফেব্রুয়ারী তিনি শিবগঞ্জ থানায় মামলা করেন । কিন্তু পুলিশ আসামী গ্রেফতারে উদাসীন ভুমিকা পালন করতে থাকেন ।
এর কারন অনুসন্ধান করে জানতে পারেন, নান্টু হত্যা মামলার ২ নম্বর আসামী মাহাবুবুল আলম মানিক এবং আরিফুল বগুড়ার নিশিন্দারা উপশহরের একই ফ্লাটে বসবাস করেন। দু’জনের মধ্যে পুর্ব ঘনিষ্টতা থাকায় আরিফুল ম্যানেজ হয়ে হত্যা মামলার কার্যক্রম স্থবির করে দেন।
তিনি সুনির্দিষ্টভাবে জানান, নান্টু হত্যা মামলার ২ নম্বর আসামী মানিক ও তারই ভাগ্নে একই মামলার ৩ নম্বর আসামী রাসেল মাহমুদ সবুজ যৌথভাবে একটি প্রাইভেট কার ( ঢাকা -মেট্র-গ-২৫-১৮৫৪ ) গিফট করে নিরাপদে বসবাস করছেন ।
অভিযোগটি তিনি মৌখিকভাবে তথ্য প্রমান সহ পুলিশ সুপারকে জানানোর পর পুলিশ সুপার মামলাটির সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়ে বগুড়া ডিবিতে হস্তান্তর করেছেন বলেও জানান আব্দুল বাছেদ।
পুলিম সুপার আলী আশরাফ ভুঞা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এবিষয়ে অনুসন্ধানকালে জানা যায়, অভিভুক্ত আরিফুল সিদ্দিকীর স্ত্রী ডাক্তার শারমীন সুলতানা বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজে চাকুরী করেন। প্রাইভেটকারটি তিনিই ব্যবহার করেন । নান্টু হত্যা মামলার ৩ নম্বর আসামি রাসেল মাহমুদ সবুজ জানান, তিনি মুলত প্রাইভেটকারটির মালিক । মাসে ২০ হাজার টাকা বাড়ার বিনিময়ে তিনি গাড়ীটি ভাড়া দিয়েছেন । এর সাথে মামলার কোন সম্পর্ক নেই ।
অন্যদিকে এএসপি আরিফুল সিদ্দিকী বলেন , তিনি কোন গাড়ি গিফট নেননি । যেহেতু তিনি এখন চেয়ারে ( শিবগঞ্জ সার্কেলের দায়িত্বে ) নেই , তাই সুযোগ বুঝে তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন