ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকায় করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করা, লাইসেন্স ব্যতীত ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব্যবসা করা, মাস্ক না পড়া এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে মোবাইল কোর্টে মোট ৩৮টি মামলায় সর্বমোট ২৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।
আজ (মঙ্গলবার) নির্বাহী ম্যাজিস্ট্রট দ্বারা পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ডিএনসিসি এলাকার ১ নম্বর অঞ্চলের ১ নম্বর ওয়ার্ডে ৮টি মামলায় ১৪ হাজার ৪০০ টাকা, ৪ নম্বর অঞ্চলের ১০ নম্বর ওয়ার্ডে ১১টি মামলায় ১ হাজার ৯০০ টাকা, ৬ নম্বর অঞ্চলের ৫১ নম্বর ওয়ার্ডে ১০টি মামলায় ৭ হাজার ৯০০ টাকা এবং ৮ নম্বর অঞ্চলের ৪৫ নম্বর ওয়ার্ডে ৯টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ৩৮টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ২৮ হাজার ২০০ টাকা।
এসময় সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন