রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি জেলার দুর্গম ও তীব্র পানির সঙ্কটাপন্ন পাঁচটি গ্রামে ওয়াশ প্রকল্পের আওতায় তিন সপ্তাহব্যাপী বিশুদ্ধ পানি সরবরাহ শুরু করেছে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট। গতকাল মঙ্গলবার সকালে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলাধীন দুর্গম সীমানা পাড়া ও জেলার চন্দ্রকিরণ কারবারী পাড়ায় আনুষ্ঠানিকভাবে পানি বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। এতে সহায়তা করছে খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগ এবং ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস।
খাগড়াছড়ি জেলার সীমানা পাড়া, চন্দ্রকিরণ কারবারী পাড়া, মিলন কারবারী পাড়া, আটমাইল ও নয়মাইল এলাকায় তিন সপ্তাহে পাঁচ শতাধিক পরিবারকে প্রায় এক লাখ লিটার পানি সরবরাহ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পানি সরবরাহকালে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের এফও মো. দিদারুল আলম (রাফি), এফও ধীমান ত্রিপুরা, এইচপিও জোসি চাকমা, যুব সদস্য আল আমিন, অভি বড়ুয়া প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন