শিবগঞ্জ উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া সীমান্তে ভারতীয় দুটি গরুর মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কয়েকদিন আগে পদ্মা নদী দিয়ে দুটি গরু ভেসে আসে। সে গরু দুটি নিজের দাবি করে তারাপুর-ঠুঠাপাড়া গ্রামের তরিকুল তার হেফাজতে রাখে। অন্যদিকে ওই গরু দুটির মালিকানা দাবি করে একই গ্রামের টিপু সুলতান। এনিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে রোববার সকালে আপোস মিমাংসার জন্য বসার কথা ছিল। সকাল ৯টার দিকে উভয় পক্ষের লোকজন বসার প্রস্ততি নেই। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে বাবুল, এরশাদ, ওহাব, মেহেদি, গুলাপ, এহসানসহ উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়। আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনার সত্যতা স্বীকার করে শিবগঞ্জ থানার এসআই হাফিজ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে কোন পক্ষ অভিযোগ না করায় কাউকে আটক করা যায়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন