নেছারাবাদের জগন্নাথকাঠি বন্দরে তরমুজ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভ‚মি) মো. বশির গাজী। তরমুজ পিস হিসাবে কিনে কেজি দরে বিক্রি করার খবর পেয়ে গতকাল তিনি জগন্নাথকাঠি বন্দরে অভিযানে নামেন। এসময় তিনি ব্যবসায়ীদের কেজি দরে তরমুজ বিক্রি না করার জন্য নিষেধ করেন। অন্যাথায় ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি হুশিয়ারি দেন।
এসময় তিনি একই সাথে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে পলিথিন রাখার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানকালে সাথে ছিলেন নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মাদ হোসেন ও পুলিশ সদস্যরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। বাজারের কোন অসাধু ব্যবসায়ীকে ছাড় দেয়া হবে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন