শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বুড়িচংয়ে পিকআপসহ তিন গরু চোর আটক

প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার বুড়িচং থানা পুলিশ অভিযান চালিয়ে পিকআপসহ তিন ভাসমান গরু চোর আটক করেছে। বুড়িচং থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার বড়–য়া জানান, গত শনিবার বুড়িচং থানার এসআই নুরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে খবর পান যে বুড়িচং উপজেলার পাঁচোড়া সাকিনস্থ লড়িবাগ রাস্তার মাথার পাশে জনৈক গরুর মালিক তার লাল রঙের একটি ষাঁড়কে মাঠে ঘাস খাওয়ার জন্য বেঁধে চলে যান। এ সুযোগে ওই দিন বিকেল সোয়া ৪টার দিকে ভাসমান গরু চোরেরা তাদের ব্যবহৃত একটি পিকআপ (যার রেজি. নং- চট্ট মেট্রো-ন-১১-৩২৪৮) যোগে ওই ষাঁড়টি উঠিয়ে নিয়ে যাওয়ার সময় এলাকার লোকেদের কাছে বিষয়টি সন্দেহ হলে তারা পিকআপটিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। তখন অসংলগ্ন কথাবার্তা তাদেরকে চোর বলে সন্দেহ হলে স্থানীরা  পুলিশকে খবর দিলে তখন এসআই নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ৩ জন ভাসমান গুরু চোরকে আটক এবং তাদের ব্যবহৃত পিকআপটি উদ্ধার করে করে। এসময় জনতা কর্তৃক তাদেরকে বেদম মারধর করে।  তখন চোরদের সহযোগী আরো অজ্ঞাতনামা ২/৩ জন পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে তাদের ঘটনার কথা স্বীকার করে। আটককৃত আসামীরা হলোÑবি-বাড়িয়া জেলার নবীনগর উপজেলার মুলা সাহেব বাড়ীর মো. খলিল মিয়ার ছেলে মো. মনির হোসেন (২২), চট্টগ্রাম মিরসরাই থানার বত্তাকিয়া পুল মুগরা পাড়া গ্রামের মৃত নুর আহাম্মদ মিয়ার ছেলে ড্রাইভার মাসুদ রানা (৩৭) ও বি-বাড়িয়া জেলার শিবপুর ওয়ারুক গ্রামের মৃত মোসলেম উদ্দীনের মো. আলাউদ্দীন (২৮)। এ ব্যাপারে বুড়িচং থানায় সংশ্লিষ্ট থানায় ধারায় মামলা করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন