ইসলামী ঐক্যজোট নেতারা বলেছেন, রোজাদার আলেম-উলামাদের গণগ্রেফতার ও জুলুমের দরুণ আখিরাতে ভয়াবহ শাস্তির কারণ হতে পারে। আলেম-উলামাদের ওপর জুলুম নির্যাতনের দরুণ দুনিয়াতেও আল্লাহর কঠিন গজবের আসতে পারে। আসন্ন ঈদের আগেই গ্রেফতারকৃত সকল আলেম-উলামাদের নিঃশর্ত মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহার করুন। আলেমদের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে ইসলামের অগ্রযাত্রাকে দাবিয়ে রাখা যাবে না।
আজ বৃহস্পতিবার ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ এসব কথা বলেন। বিবৃতিদাতারা হচ্ছেন, ইসলাম ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাস্টার শাহ আলম, মাওলানা শওকত আমীন, অধ্যাপক মাওলানা ইলিয়াস মাহমুদ, ইঞ্জিনিয়ার শামছুল হক, সিদ্দিকুর রহমান বিকম, মাওলানা মুজাম্মিল তালুকদার, যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ ইলিয়াস আতহারী, ঢাকা মহানগর সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন আনসারী, কেন্দ্রীয় নেতা মাওলানা শায়েখ মোহাম্মদ ইসমাইল ও মাওলানা আ ন ম রহীমুল্লাহ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন