শিক্ষা ব্যবস্থার প্রত্যেক বিভাগে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবী জানিয়েছেন ইসলামী এক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি, সুপ্রীমকোর্ট এর আইনজীবী মাওলানা আব্দুর রকীব এডভোকেট ও মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম খান। আজ সোমবার (৫ সেপ্টেম্বর) নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, শিক্ষা মন্ত্রনালয়ে নতুন কারিকুলামে স্কুল কলেজে ধর্ম শিক্ষা ও মাদ্রাসায় ইসলামী বিষয়কে গুরুত্বহীন করা হচ্ছে। ১৪ কোটি মুসলমানের দেশে ইসলামী শিক্ষার উপর কোন আঘাত আসলে মুসলমান সহ্য করবে না। দেশে ধর্মীয় শিক্ষার উন্নতি সাধন করার জন্য জোর দাবী জানিয়ে নেতৃবৃন্দ আরো বলেন, ধর্মীয় শিক্ষা নাগরিকদেরকে সোনার মানুষে পরিণত করে এবং এদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা দেশের সংহতি বিনষ্ট করার কৌশল ও ষড়যন্ত্র করছে। দেশের উন্নয়ন ও সংহতি রক্ষা করার জন্য ধর্মীয় শিক্ষার ব্যাপক প্রসার ঘটিয়ে সকল বিভাগের উচ্চ স্বরে ইসলামী শিক্ষার প্রসার ঘটালে দেশ ও জাতির কল্যাণ হবে এবং দূর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ সোনার বাংলায় পরিনত হবে। দূর্ণীতি ও শোষনমুক্ত সমাজ ব্যবস্থা কায়েম হবে ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন