শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবাস জীবন

আয়ারল্যান্ডে পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে বাংলাদেশের রুবেল

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২১, ৭:২৭ পিএম

আয়ারল্যান্ডের পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে প্রথমবারের মতো কোনো বাঙ্গালী স্থান করে নিতে সক্ষম হয়েছেন। এর আগে শুধু বাংলাদেশ নয়, অন্য কোনো দেশের নাগরিকই এ কমিটিতে আসন লাভের সুযোগ পাননি। মন্ত্রনালয়ের এমন গুরুত্বপূর্ণ কমিটিতে সদস্য পদ প্রাপ্তির মধ্য দিয়ে বিদেশে দেশের মুখ উজ্জ্বল করার তালিকায় আরেকটি নতুন দৃষ্টান্ত সংযোজিত হলো। গৌরবময় এ পদটি অলংকৃত করেন নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বরান্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম ইউনুস আলী চৌধুরী ও বেগম সাজেদা চৌধুরীর সন্তান কবি, প্রাবন্ধিক, কলামিস্ট ও গলপকার সাজেদুল চৌধুরী রুবেল।

গাজীপুর তথা বাংলাদেশের আরেক কৃতি সন্তান আয়ারল্যান্ডস্থ লিমরিক সিটি ও কাউন্টি কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর আজাদ তালুকদারের মনোনয়নে তিনি এ সম্মানজনক পদটি লাভ করেন। সাজেদুল চৌধুরী রুবেল প্রায় বিশ বছর যাবত আয়ারল্যান্ডের লিমরিক শহরে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি সকলের দোয়া প্রার্থী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন