রাঙামাটির কাপ্তাই হ্রদে তিন মাসের জন্য মাছ ধরা বন্ধ হচ্ছে। গতকাল শুক্রবার মধ্যরাত থেকে আগামী ৩১ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে এ জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটির ডিসি মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি বলেন, কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের বংশবৃদ্ধি, হ্রদে অবমুক্ত করা পোনার বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণসহ হ্রদের প্রাকৃতিক পরিবেশ মৎস্যসম্পদ বৃদ্ধির সহায়ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছর তিন মাস মাছ শিকার বন্ধ রাখা হয়। এ সময় হ্রদের মৎসসম্পদ ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে বাংলাদেশ মৎস উন্নয়ন করপোরেশন।
ডিসি জানান, অবৈধ উপায়ে মাছ ধরা, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি কাপ্তাই হ্রদের গুরুত্বপূর্ণ স্থানে নৌপুলিশ মোতায়েন করা হবে। তিনি বলেন, নিষেধাজ্ঞাকালে প্রায় ২০ হাজার জেলেকে বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্যসহায়তা দেওয়া হবে, যা প্রতিবছরই দেওয়া হয়।
ষাটের দশকে কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে গড়ে তোলা হয় কাপ্তাইয়ের কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্র। এতে ৩৫৬ বর্গমাইল আয়তনের কাপ্তাই হৃদ সৃষ্টি হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন