শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নড়িয়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

নড়িয়া (শরীয়তপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মে, ২০২১, ১০:০৩ পিএম

শরীয়তপুরের নড়িয়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলো নিহা নামের ১৬ বছরের এক কিশোরী। শনিবার (১ মে) বিকেলে নড়িয়া উপজেলার ঘরিষার ইউনিয়নের সিংহলমুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

কিশোরী নিহা সুরেশ্বর কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ও ঘড়িসার ইউনিয়নের সিংহলমুড়ি গ্রামের কামাল বেপারীর মেয়ে।

এ সময় প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে বিয়ে দিবে না মর্মে ওই কিশোরীর মা সেলিনা বেগমের মুচলেকা নেয়া হয় এবং বরের অভিভাবক মোঃ সাইফুল ইসলামকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করা হয়।

এ ব্যাপারে নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল ইসলাম জানান, উপজেলার ঘরিষার ইউনিয়নের সিংহলমুড়ি গ্রামে বাল্যবিবাহের প্রস্তুতি গ্রহণকালে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে বিয়েটি বন্ধ করা হয়। এসময় মেয়ের মায়ের মুচলেকা নেয়া হয় এবং বরের অভিভাবককে অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া বিয়ের আয়োজনের জন্য রান্না করা খাবার অদূরের এতিমখানায় বিতরণ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mohammad Sirajullah, M.D. ২ মে, ২০২১, ৫:৪৬ এএম says : 0
Good Work ! But tyhery will still try to it again. A girl is problem in Bangali Muslim family and they want to get rid of her as soon and possible.
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন