স্টাফ রিপোর্টার : কওমী মাদরাসা বোর্ডের (বেফাক) মহাসচিব মাওলানা আব্দুর জাব্বার জাহানাবাদী বলেছেন, কওমী মাদরাসা সনদের স্বীকৃতির পূর্বাপর ভেবেই বেফাক সভাপতি আল্লামা শাহ্ আহমদ শফী অতি সম্প্রতি পত্রিকায় বিবৃতি দিয়েছেন। তিনি তাঁর বিবৃতিতে স্পষ্ট করেই বলেছেন, শিক্ষানীতি-২০১০, খসড়া শিক্ষা আইন-২০১৬ ও বিতর্কিত বর্তমান শিক্ষা সিলেবাসের মতো জটিল বিষয়গুলোর সুরাহা না হওয়া পর্যন্ত কওমী সনদ নিয়ে ভাববার কোনো সুযোগ নেই। বেফাক সভাপতির এ বক্তব্যই এদেশের আলেম সমাজের বক্তব্য। অতএব সংশ্লিষ্ট সকলকে স্বীকৃতির বিষয়ে কোনো অপপ্রচারে কান না দেয়ার আহŸান জানিয়েছেন। গতকাল এক বিবৃতিতে বেফাক মহাসচিব এ আহŸান জানান। তিনি আগামী ১৭ অক্টোবর বেফাক ঘোষিত উলামা-মাশায়েখ সম্মেলন সর্বাত্মক সফল করার আহŸান জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন