নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি সিএনজি পাম্প থেকে দুই ভ‚য়া ম্যাজিস্ট্রেটকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গতকাল বৃহস্পতিবার বিকেলে শিবুমার্কেট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে অবস্থিত সাহাবুদ্দিন সিএনজি পাম্প থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- সিদ্ধিরগঞ্জ গোদনাইল চৌধুরী বাড়ি এলাকার শুক্কুর আলীর ছেলে সেলিম রেজা (৩৫) ও একই এলাকার আব্দুল হাইয়ের ছেলে জাকির হোসেন (৩৫)। ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, আটককৃতরা প্রতারক চক্রের সদস্য। তারা একেক সময় একেক স্থানে সাংবাদিক, পুলিশ ও ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে টাকা পয়সা হাতিয়ে নেয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন