স্টাফ রিপোর্টার : সিঙ্গাপুরে র্যাফেলস হার্ট সেন্টারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহের হৃদযন্ত্রে এনজিওপ্লাস্টি করা হয়েছে। বর্তমান তার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শারুল কবির খান। তিনি বলেন, স্যারের (হান্নান শাহ) হৃদযন্ত্রের ধমনীতে যে কয়েকটি বøক সৃষ্টি হয়েছিল সেখানে চারটি রিং বসানো হয়েছে। বর্তমান তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান শায়রুল।
এয়ার অ্যাম্বুলেন্সে করে গত ১১ সেপ্টেম্বর রাত ১২টায় হান্নান শাহকে সিঙ্গাপুরে নেওয়া হয়। ছোট ছেলে শাহ রিয়াজুল হান্নান ও মেয়ে শারমিন হান্নান সুমিও বাবার সঙ্গে গেছেন। এর আগে গত ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে মহাখালী ডিওএইচএস‘র বাসায় হান্নান শাহ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। দ্রæত তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে কয়েকদিন রাখার পর চিকিৎসকদের পরামর্শক্রমে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন