সিলেট অফিস : সিলেট নগরীর মিরাবাজার এলাকায় অস্ত্র দেখিয়ে এক ‘স্বপ্ন’র ক্যাশিয়ারের কাছ থেকে নগদ টাকা ও দামি একটি মোবাইল সেট ছিনতাই করেছে ছিনতাইকারীরা। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মিরাবাজার দাদা পীরের মাজারের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ মজুমদার পাড়ার বাসিন্দা অজিত সেনের মেয়ে অরপিতা সেন মৌ বাসা থেকে রিকশাযোগে বারুতখানাস্থ ‘স্বপ্ন’তে আসছিলেন। দাদা পীরের মাজারে আসার পর একটি মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী অরপিতা সেন মৌ’র রিকশাটি গতিরোধ করে।
এক পর্যায়ে তাকে অস্ত্র দেখিয়ে নগদ ৪ হাজার টাকা ও দামি একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন