শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

চট্টগ্রামে নারী চিকিৎসকের লাশ উদ্ধার

প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীর খুলশী আবাসিক এলাকা থেকে শিরিন ফাতেমা (৫৭) নামে এক নারী চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে ওই এলাকার ৬ নম্বর রোড থেকে লাশটি উদ্ধার করা হয়। খুলশী থানার ওসি নিজাম উদ্দিন জানান, ওই সড়কের ৬ নম্বর ভবনে চিকিৎসক স্বামীর সঙ্গেই থাকতেন শিরীন। নিহত চিকিৎসক ‘মেন্টালি ডিপ্রেসড’ ছিলেন। তিনি ছাদ থেকে লাফ দিয়েছেন বলে মনে হচ্ছে।
খুলশী থানার ডিউটি অফিসার এসআই মঞ্জুরুল ইসলাম জানান, নিহত চিকিৎসক বন্দর হাসপাতালে কর্মরত ছিলেন। এ ঘটনায় নিহতের বড় ভাই মাহমুদ আহমেদ চৌধুরী আরজু একটি অপমৃত্যুর মামলা করেছেন বলে জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
আবুল কালাম আজাদ ৩১ মে, ২০২১, ৮:৪২ পিএম says : 0
যে চিকিৎসক বর্তমানে হাসপাতালে কর্মরত সে মেন্টাল হয় কি করে, এটা কি সাজানো নাটক নয়,
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন