চট্টগ্রাম ব্যুরো : নগরীর খুলশী আবাসিক এলাকা থেকে শিরিন ফাতেমা (৫৭) নামে এক নারী চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে ওই এলাকার ৬ নম্বর রোড থেকে লাশটি উদ্ধার করা হয়। খুলশী থানার ওসি নিজাম উদ্দিন জানান, ওই সড়কের ৬ নম্বর ভবনে চিকিৎসক স্বামীর সঙ্গেই থাকতেন শিরীন। নিহত চিকিৎসক ‘মেন্টালি ডিপ্রেসড’ ছিলেন। তিনি ছাদ থেকে লাফ দিয়েছেন বলে মনে হচ্ছে।
খুলশী থানার ডিউটি অফিসার এসআই মঞ্জুরুল ইসলাম জানান, নিহত চিকিৎসক বন্দর হাসপাতালে কর্মরত ছিলেন। এ ঘটনায় নিহতের বড় ভাই মাহমুদ আহমেদ চৌধুরী আরজু একটি অপমৃত্যুর মামলা করেছেন বলে জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন