শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সখিপুরে গ্যাস লাইনের পাইপ স্থাপনের কাজ বন্ধ করে দিলো পাওনাদাররা

সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ মে, ২০২১, ৪:০১ পিএম

টাঙ্গাইলের সখিপুর পৌর ৯নং ওয়ার্ডের তোতার মোড়ে বুধবার(০৫মে) বেলা ১২টার সময় পাইপ লাইন স্থাপনের জমিতে জমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় স্থানীয় জমি,বাড়ি ও গাছপালার মালিকগন গ্যাস পাইপ লাইন স্থাপন বন্ধ করে দিয়েছে। জানা গেছে,বাংলাদেশ সরকার,জিওবি ও জাইকা,জিকার অর্থায়নে গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড(জিটিসিএল) বাস্তবায়ন করছে ধনুয়া-নলকা গ্যাস সঞ্চালন পাইপ লাইন প্রকল্প(ডিএন-পি)। উদয় এনজিওর মাধ্যমে পাওনাদারদের টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে কাজের দায়িত্বে থাকা কয়েকজন জানান। তবে করোনা ভাইরাসের কারনে পাওনাদারদের টাকা দিতে বিলম্ব হচ্ছে। পাওনাদার চাঁন মাহমুদ ও আবু সাইদ বলেন,আমাদের পাওনাদারদের পক্ষে উপজেলা চেয়ারম্যান,মেয়র,আ’লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ জোর পদক্ষেপ নিয়েছিল,এখন তাদেরকে আমাদের পক্ষে পাই না। গ্যাস পাইপ লাইন স্থাপনের জায়গার জমি,ঘর-বাড়ি,গাছপালার পাওনা টাকা না দিলে পাইপ লাইনের কাজ করতে দেওয়া হবে না। সখিপুর পৌর ৯নং ওয়ার্ড কাউন্সিলর আবু সাইদ মিয়া বলেন, পাওনাদারদের জোর দাবীর কারনে আপাদত গ্যাস লাইনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। দীপন-গ্যাস-পাইপলাইনার্স-টেকনিক জেভি এর কন্সট্রাকসন ম্যানেজার মো.আলাউদ্দিন মাসুম বলেন, পাওনাদারদের টাকা পাওনাদাররা তো পাবেই - করোনা ভাইরাসের কারনে একটু দেরী হচ্ছে। এজন্য সকলের সাথে কথা বলেই গ্যাস পাইপ লাইন স্থাপনের কাজ শুরু করেছিলাম। তোতার মোড়ের দক্ষিন পাশের সড়কটিও কাটা হয়েছে পাইপ স্থাপন করার জন্য-এর মধ্যে সড়ক কাটা অবস্থায় গ্যাস পাইপ লাইন স্থাপনের কাজ বন্ধ করে দেওয়া হলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন