মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

৩২৭৯ পরিবারকে খাদ্য সহায়তা দিল সেনাবাহিনী

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ মে, ২০২১, ৬:২৬ পিএম

দেশের বিভিন্ন এলাকার ৩ হাজার ২৭৯টি অসহায়, দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের নির্দেশে ত্রাণ প্রদান অব্যাহত রেখেছে সেনাবাহিনী। গতকাল শনিবার আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ৩০ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত দেশব্যাপী সেনাবাহিনীর রামু সেনানিবাস, বগুড়া সেনানিবাস, ঘাটাইলের শহীদ সালাহউদ্দিন সেনানিবাস, চট্টগ্রাম সেনানিবাস, রাঙামাটি ও খাগড়াছড়ি রিজিয়নের বিভিন্ন ইউনিট, কুমিল্লা সেনানিবাস, রংপুর সেনানিবাস, ঢাকা সেনানিবাসের আর্মি এমপি ইউনিট এবং মিরপুর সেনানিবাসের ৬টি স্বতন্ত্র এডিএ ব্রিগেড সেনানিবাস সংলগ্ন পার্শ্ববর্তী এলাকায় এ ত্রাণ বিতরণ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান করোনা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের নির্দেশে বরাবরের মতো এবারও অসহায় ও দুঃস্থ মানুষদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রেখেছে সেনাবাহিনী। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই মানবিক সহায়তা ভবিষ্যতেও চলমান থাকবে।- আইএসপিআর

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন