বান্দরবানের লামার ফাঁসিয়াখালী ইউনিয়নে বেপরোয়া পাথর পাচারের কারণে দুর্বিসহ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবনযাত্রা। কক্সবাজারের চকরিয়া উপজেলার ৩০/৪০টি প্রভাবশালী সিন্ডিকেট স্থানীয় প্রশাসনের অনুমোদন ছাড়া পাহাড় কেটে ও খুঁড়ে পাথর উত্তোলন করছে। যোগাযোগ ব্যবস্থার ধ্বংসের পাশাপাশি অবৈধ পাথর উত্তোলনের কারণে এলাকার নদী, খাল, ছড়া ও ঝিরিগুলো ইতিমধ্যে শুকিয়ে তীব্র পানির সঙ্কট দেখা দিয়েছে। জানা যায়, ইউনিয়নের বনপুর হতে ইয়াংছা সড়ক, কালিরঝিরি মুখ হতে ঘিলাতলী হয়ে ডুলহাজারা সড়ক ও গয়ালমারা হতে ডুলহাজারা সড়ক দিয়ে প্রতিদিন কমপক্ষে ১২০ হতে ১৫০ ট্রাক অবৈধ পাথর পাচার হচ্ছে। সরজমিনে গিয়ে সংবাদকর্মীদের একটি টিম ট্রাকে পাথর পাচারের বিষয়ে সত্যতা পেয়েছে। অনুমোদন না থাকায় দিনের চেয়েও রাতের অন্ধকারে বেশি পাথর পাচার হয়। গভীর রাত পর্যন্ত ট্রাক চলাচল করে। স্থানীয় কেউ প্রতিবাদ করলে পাথর ব্যাবসায়ীদের রোষানলে পড়তে হয়।
ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার জানান, আমার ইউনিয়নের কোন ঝিরি ছড়াতে ভাসমান পাথর নেই। প্রভাবশালী সিন্ডিকেট গত ৭/৮ বছর ধরে পাহাড় খুঁড়ে ও মাটি কেটে পাথর উত্তোলন করছে। আমাদের বাধাকে কেউ পাত্তা দিচ্ছে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন