শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

মোটরসাইকেল থেকে পড়ে এনজিও কর্মী নিহত

প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে এক এনজিওকর্মীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত সুজাতা বেগম (২৬) খাদিমপাড়া ৭নং রোডের ৪নং বাসার মিনা ভিলার মৃত মকসুদ মিয়ার মেয়ে। তিনি ব্রিটেন থেকে পরিচালিত সামফান ফাউন্ডেশনে কর্মরত ছিলেন। গতকাল শুক্রবার ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের মামা ইকবাল হোসেন জুয়েল জানান, বৃহস্পতিবার একটি অনুষ্ঠান মোটর সাইকেলযোগে থেকে ফেরার পথে নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকায় মোটর সাইকেল থেকে পড়ে যান সুজাতা। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালের চিকিৎসাধীন থাকা অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন