শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দুপচাঁচিয়া যুবদল নেতা শাহিনের ইন্তেকাল

প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা : দুপচাঁচিয়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি শাহিনুর রহমান শাহিন গতকাল (শুক্রবার) ভোর সাড়ে ৪টায় মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৩৬ বছর। উপজেলা সদরের সিও অফিস রোড সংলগ্ন আব্দুল বাছেদের জ্যেষ্ঠ পুত্র সর্বজন পরিচিত সদাহাস্য মিষ্টিভাষী শাহিনুর রহমান শাহিন প্রায় ২ বছরের অধিককাল ক্যান্সারের সাথে লড়াই করে গতকাল ভোর সাড়ে ৪টায় নিজ বাসভবনে মৃত্যুরকোলে ঢলে পড়েন। তিনি বাবা-মা, ভাই-বোন, স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর পূর্বদিন পর্যন্ত তিনি জাতীয়তাবাদী যুবদল দুপচাঁচিয়া উপজেলা কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন। গতকাল সকাল ১০টায় স্থানীয় ডিসএস ফাজিল মাদ্রাসা মাঠে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বাদ জুমা গ্রামের বাড়ী চামরুলে পোথাট্রি স্থানীয় একটি চাতালে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন