শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বিপদের অকৃত্রিম বন্ধু বাংলাদেশ

চিকিৎসাসামগ্রী পেয়ে নেপালের রাষ্ট্রদূত

কূটনৈতিক সংবাদদাতা : | প্রকাশের সময় : ১২ মে, ২০২১, ১২:০১ এএম

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রতিবেশি দেশ নেপালকে চিকিৎসা সরঞ্জাম দিয়ে সহযোগিতা করছে বাংলাদেশ। সংকটকালে চিকিৎসা সহযোগিতা পেয়ে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত বলেছেন, বারবার সংকটকালে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে বন্ধুত্বের পরিচয় দেয় বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালিক ঢাকার রাষ্ট্রীয় এক অতিথি ভবনে গতকাল মঙ্গলবার নেপালের রাষ্ট্রদূত ড. বানশিধর মীশ্র’র কাছে করোনা সংক্রমণ প্রতিরোধে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন। চিকিৎসা সরঞ্জাম সহযোগিতা হিসেবে পাঁচ হাজার ভায়েল বোতল সংক্রমণ নিরোধক ইঞ্জেকশন (ইনজেকটেবল এনটি ভাইরাল), পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম), জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন সি এবং অন্যান্য প্রয়েজনীয় ওষুধ রয়েছে।

নেপালের রাষ্ট্রদূত ড. বানশিধর মীশ্র বলেন, বাংলাদেশ প্রকৃত বন্ধু। বিপদে সবসময়ই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। গত বছরও করোনা সংক্রমণের শুরুতে এগিয়ে এসেছিল। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন বিপদের সময়েই বাংলাদেশ বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। বাংলাদেশের এই সহযেগিতার জন্য নেপাল কৃতজ্ঞ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন