শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

হাতে আছে মাত্র ৮ লাখ টিকা স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ মে, ২০২১, ১২:০১ এএম

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর এখন পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৯১০ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৫ লাখ ৯৩ হাজার ৫২৩ জন। অর্থাৎ দুই ডোজ মিলিয়ে ৯৪ লাখ ১৩ হাজার ৪৩৩ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। দেশে করোনার ভ্যাকসিন সংগ্রহে ছিল এক কোটি ২ লাখ ডোজ। তাই ৭ লাখ ৮৬ হাজার ৫৬৭ ডোজ ভ্যাকসিন অবশিষ্ট আছে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গতকাল দুই ডোজ মিলিয়ে ভ্যাকসিন নিয়েছেন ৯৭ হাজার ৩৪৭ জন। তাদের মধ্যে ২ জনের পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে।
দেশে গত ৭ ফেব্রæয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মস‚চি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে। ##

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন