আশুলিয়া সংবাদদাতা : ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় বাসের চাপায় সিরাজুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ শনিবার সকাল ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুলের বাড়ি মুন্সীগঞ্জ বলে জানা গেছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার মোল্লা জানান, সকালে বাইপাইল থেকে মাছ কিনে রাস্তা পার হচ্ছিলেন সিরাজুল। এ সময় পেছন থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন