ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিশ্বরোড মোড় অবরোধ করেছে ব্রাহ্মণবাড়িয়া বাস শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। আজ সকাল ১১টার দিকে মহাসড়কে লেগুনা গাড়ি চলাচল বন্ধের দাবীতে তারা সড়ক অবরোধ করে। এতে মহাসড়কের তিনদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বিশ্বরোড মোড় থেকে লেগুনা পরিবহন আশুগঞ্জ পর্যন্ত চলাচল শুরু করে। এতে বাধা দেয় বাস শ্রমিকরা। ফলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজিত হয়ে বাস শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হাইওয়ে পুলিশ অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন