মাগুরায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় স্বাস্থবিধি মেনে শুক্রবার ঈদ উল ফিতর এর জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে জেলার বিভিন্ন মসজিদে নিজস্ব জায়নামাজ ও মাস্ক পড়ে নামাজে অংশ নেন মুসল্লিরা। তবে ঈদগাহ গুলিতে কোন জামাতের আয়োজন করা হয়নি। অন্যদিকে শহরের ভায়নার মোড় এলাকায় ৩টি হোটেলে কোয়ারেন্টিনে থাকা ভারত থেকে আগতদের জন্য হোটেলের ছাদে নামাজের ব্যবস্থা করা হয়েছে।
এ সময় মসজিদে মসজিদে ঈদের নামাজ শেষে করোনা মুক্তির জন্য মহান আল্লার দরবারে ক্ষমা ও প্রতিকার ভিক্ষা করেন মুসল্লিরা । জেলায় ভারত থেকে আসা ১০১ জন ব্যক্তিকে তিনটি হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের মধ্যে ইসলাম ধর্মাবলম্বীরা নিজ নিজ হোটেলের ছাদে ঈদের নামাজে অংশ নিয়েছেন । তাদেরকে উন্নত খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইয়াছিন কবির ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন