শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বাঘের সাথে টিভি সাংবাদিকের কথা বলার ভিডিও ভাইরাল

আবদুল মোমিন | প্রকাশের সময় : ১৫ মে, ২০২১, ২:২৯ পিএম | আপডেট : ২:২৯ পিএম, ১৫ মে, ২০২১

বাংলাদেশি এক সাংবাদিকের চিড়িয়াখানায় খাঁচাবন্দী একটি বাঘের সাথে কথা বলার ভিডিও ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি একটি পেজ থেকে ভিডিওটি ভাইরাল হলে তা নজর কাড়ে মিডিয়া বিষয়ক একটি পেজের। আন্তর্জাতিক পেজটিতে ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে, ‘একটি বাঘের সাথে একজন সাংবাদিকের কথা বলা ও প্রশ্ন জিজ্ঞেস করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।’

এরআগে ‘Pikoo & Papa’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার করে ক্যাপশন দেয়া হয়, ‘এই যমুনা টিভিল লিপোটালদেল নিয়ে আল পালি না।’ ১০ মে মজা করে শেয়ার করা ভিডিওটিতে রিঅ্যাকশন পড়েছে ১০ হাজারের অধিক। কমেন্ট করেছেন সহস্রাধিক ব্যক্তি। দেখা হয়েছে ৫ লাখ বার। শেয়ার হয়েছে ৫ হাজার ২শ বার। কমেন্টেও অধিকাংশই মজা করেছেন।

‘দ্যা ফ্রন্ট পেজ’ নামে একটি ফেসবুক পেজে ভাইরাল ভিডিওটি শেয়ার করা হয়। ভিডিওতে দেখা যায়, বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের একজন সাংবাদিক খাঁচাবন্দী একটি বাঘকে কয়েকটি প্রশ্ন করছেন। এসময় লোহার খাঁচার ভেতর থেকে বাঘটিকে মুখ নাড়িয়ে শব্দ করতে দেখা যায়।

ভিডিওটি নিয়ে মজা করে মোঃ জিলানি লিখেছেন, ‘‘বাঘটা অনেক কিছু বলতে চাচ্ছে কিন্তু খাঁচার জন্য বলতে পারতেছে না। এজন্য সাংবাদিক ভাইয়ের উচিত ছিল খাঁচার ভিতর গিয়ে ইন্টারভিউ নেওয়া, মুখোমুখি ইন্টারভিউ যাকে বলে।’’

আল শাভা পাপন লিখেছেন, ‘‘বাঘটি তার মনের ভাব প্রকাশ করতে পারছেনা। বাঘটিকে অনতিবিলম্বে খাঁচা থেকে মুক্তি দেয়া হোক।তার পর সাংবাদিক ভাই ...।’’

বাঘটির প্রতি মমতা প্রকাশ করে সৈয়দ আরিফ লিখেছেন, ‘‘বাংলাদেশের সব চিড়িয়াখানাগুলো বন্ধ করা দরকার.... সাফারী পার্ক বানাইলে বানান, না হলে সব পশু পাখি জঙ্গলে ছেড়ে আসেন... এদের কষ্ট আর ভালো লাগেনা...।’’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন