শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চট্টগ্রামে সংঘর্ষে যুবক নিহত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৭ মে, ২০২১, ৮:১৪ এএম

চট্টগ্রামের পটিয়ায় আম পাড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এরশাদ আলম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত পৌণে ৯টায় উপজেলার কুসুমপুরা ইউনিয়নের গুরুনখাইন গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নাছির (৫০) নামে আরো এক ব্যক্তি আহত হয়েছেন। নিহত এরশাদ ওই এলাকার মৃত আব্দুর সবুরের ছেলে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, আম পাড়াকে কেন্দ্র করে এরশাদ ও নূর হোসেনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সংঘর্ষে রূপ নিলে এরশাদ ও নাছির নামে দুই ব্যক্তি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এরশাদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আসামিদের ধরতে অভিযান চলছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন