শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

বর্জ্য অপসারণে সাফল্য দুই মেয়রকে রিহ্যাবের অভিনন্দন

প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ৪৮ ঘণ্টার মধ্যে রাজধানী থেকে কোরবানির বর্জ্য অপসারণ করায় ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়রকে অভিনন্দন জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। গতকাল শনিবার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক এবং দক্ষিণের মেয়র সাঈদ খোকনকে অভিনন্দন জানিয়ে এক বার্তা পাঠায় আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব।
রিহ্যাব জানায়, পূর্ব ঘোষণা অনুযায়ী ঈদ-পরবর্তী ৪৮ ঘণ্টার আগেই কোরবানির বর্জ্য অপসারণ করায় রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন তাদের অভিনন্দন জানান। আগামীতে ক্লিন ঢাকা উপহার দিতে দুই মেয়র সচেষ্ট থাকবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন রিহ্যাব প্রেসিডেন্ট। একই সঙ্গে জনগণের সার্বিক সহায়তা এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মাচারীদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসাও করেন তিনি। দুই মেয়রের দৃষ্টান্তমূলক কার্যক্রমে রাজধানীবাসীর পক্ষেও তিনি সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে দ্রæত কোরবানির বর্জ্য অপসারণ ভবিষ্যতের জন্য অনুকরণীয় হবে বলে মনে করেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন