স্টাফ রিপোর্টার : রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগে গতকাল শনিবার বেপরোয়া প্রাইভেট কারের ধাক্কায় মাহিন (৮) নামে এক শিশু নিহত হয়েছে। শিশুটির বাবার নাম ওয়ালি উল্লাহ। তাদের বাসা ডেমরা থানাধীন আমুলিয়ায়। নিহত মাহিন আমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলো।
পুলিশ ও মেডিকেল সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে মাতুয়াইল যাবার জন্য মাহিন ও তার মা নাজমা বেগম রায়েরবাগ বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলো। এ সময় বেপরোয়া গতির একটি প্রাইভেটকার মাহিনকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টার দিকে মাহিন মারা যায়।
এক ভাই এক বোনের মধ্যে মাহিন ছোট। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন