শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ মে, ২০২১, ৬:২৫ পিএম

অনুমোদনহীন খাদ্য ও কসমেটিক্স পণ্য মজুদ ও বিক্রির জন্য লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ মে) গোপন সংবাদের ভিত্তিতে বিএসটিআই’র দলটি দুপুরে রাজধানীর কলাবাগানে লাজফার্মায় অভিযান চালায়। এ সময় তারা বেশ কিছু বিদেশি খাদ্যপণ্য ও প্রসাধনী সামগ্রী জব্দ করে। পণ্যগুলোর কোনোটিতে নকল লোগো ছিল, আবার কিছু পণ্যে বিএসটিআই-এর লোগো ছিল না।

বিএসটিআই’র উপ পরিচালক রিয়াজুল ইসলাম বলেন, কসমেটিক পণ্য, চকলেট, মধু ছাড়াও অসংখ্য খাদ্যদ্রব্য এখানে আছে যেগুলোর বিএসটিআই’র অনুমোদন নেই। অথচ লোগো ব্যবহার করা হয়েছে। তাই লাজ ফার্মার ৫ জনকে এক লাখ করে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, অবৈধ পণ্যগুলো জব্দ করা হয়েছে। সেগুলো বিক্রয় বিতরণ নিষিদ্ধ করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন