স্টাফ রিপোর্টার : রাজধানীর বংশালে গতকাল শনিবার বহুতল ভবনের একটি ফ্ল্যাটে অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহত না হলেও কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক ত্রæটির কারণে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সূত্র জানায়, বংশাল থানাধীন আল-রাজ্জাক হোটেলের পেছনে চাঁন ম্যানশনের ৬ তলা ভবনের ৫ম তলার ফ্ল্যাটে গতকাল বেলা ২টায় হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে সদর দপ্তর, লালবাগসহ বিভিন্ন স্টেশন থেকে মোট ৫টি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌঁছে। এক ঘণ্টার চেষ্টায় ফায়ার কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার কর্মীরা। এ ঘটনায় আসবাবপত্রসহ কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন