মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চৌদ্দগ্রামে চাচাকে খুনের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা, আটক ১

প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে ভাতিজার চুরিকাঘাতে চাচা শাহজাহান নিহত হওয়ার ঘটনায় ঘাতক সায়েমসহ ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের ছেলে মাজহারুল ইসলাম বিপ্লব বাদী হয়ে গত শুক্রবার রাতে চৌদ্দগ্রাম থানায় এ মামলা দায়ের করেন। মামলায় অপর আসামীরা হচ্ছে- সায়েমের পিতা আবুল কাশেম, ভাই কাজিম, সাগর, মা আরাধন বেগম ও চাচাতো ভাই একই বাড়ির আবুল খায়েরের ছেলে শাহাদাৎ হোসেন। মামলা দায়েরের পর পরই শাহাদাৎকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, বৃহস্পতিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহজাহানের সাথে তার চাচাত ভাই আবুল কাশেমের ছেলে সায়েমের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সায়েম উত্তেজিত হয়ে শাহজাহানকে ছুরি দিয়ে কোপ দেয়। বাবাকে বাঁচাতে শাহজাহানের ছেলে মাজহারুল ইসলাম বিপ্লব এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের ফেনী সদর হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহজাহানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিপ্লব বাদী হয়ে একই পরিবারের ৫ জনসহ ৬ জনের বিরুদ্ধে শুক্রবার রাতে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার এসআই হোসাইন জানান, শাহাদাৎ নামের এজাহারভুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। নিহত শাহজাহান বান্দরবান জেলার লামছি উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর থেকে কিছুদিন পূর্বে অবসর গ্রহণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন