শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জনবসতিপূর্ণ এলাকায় বিধ্বস্ত হলো বেলারুশের সামরিক প্রশিক্ষণ বিমান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ মে, ২০২১, ৩:২৭ পিএম

লোকালয়ে বিধ্বস্ত হলো বেলারুশ সেনাবাহিনীর ইয়র্ক -১৩০ মডেলের একটি বিমান। গতকাল বুধবারের দুর্ঘটনায় দুই পাইলটই মৃত্যুবরণ করেন। যা ব্রেস্ট অঞ্চলের বারানোভিচ শহরের কাছে একটি প্রশিক্ষণ ফ্লাইটে ছিল, বিমানটি নামার পরপরই প্রযুক্তিগত কারণে দুর্ঘটনায় পতিত হয়েছিল।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, রাশিয়ার নির্মিত ‘ইয়াক- ওয়ান থার্টি’ প্রশিক্ষণ বিমান পড়ে দুর্ঘটনায়। প্রশিক্ষণ চলাকালেই বারানোভিসি শহরের একটি লোকালয়ে বিমানটি বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে কোন যান্ত্রিক ত্রুটি খুঁজে পাওয়া যায়নি। তবে কারণ অনুসন্ধানে চলছে তদন্ত।
কন্ট্রোল টাওয়ারের তথ্য অনুসারে, জনবসতিপূর্ণ এলাকা এড়াতে চাইছিলেন পাইলটরা। তারা বিমানের ভেতরেই মারা যান। তবে দুর্ঘটনাস্থলে অন্য কেউ হতাহত হয়নি। দুই সিট এবং দুই ইঞ্জিনের বিমানটি মূলতঃ প্রশিক্ষণের কাজেই ব্যবহার করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন