শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

২৪ জনের ব্রাজিল দল

প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গোলরক্ষক : অ্যালিসন (রেমা), অলেক্স মুরালহা (ফ্লেমেঙ্গো), ওয়েভারটন (অ্যাটলেটিকো প্যারানেনসি)।
ডিফেন্ডার : দানি আলভেস (জুভেন্টাস), মিরান্ডা (ইন্টার মিলান), মারকুইনহস (পিএসজি), থিয়াগো সিলভা (পিএসজি), জিল (সাংডং লুনেং)), ফ্যাগনার (কারিন্থিয়ান্স), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), ফিলিপে লুইস (অ্যটলেটিকো মাদ্রিদ)।
মিডফিল্ডার : কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), রেনাতো অগুস্তো (বেইজিং গুয়ান), পাওলিনহো (গুয়ানঝু এভারগ্রান্ডে), অস্কার (চেলসি), উইলিয়ান (চেলসি), ফার্নানদিনহো (ম্যানসিটি), লুকাস লিমা (সান্তোস), গুইলিয়ানো (জেনিত), ফিলিপে কুতিনহো (লিভারপুল)।
ফরোয়ার্ড : নেইমার (বার্সেলোনা), ডগলাস কস্তা (বায়ার্ন মিউনিখ), রবার্তো ফিরমিনহো (লিভারপুল), গ্যাব্রিয়েল জেসুস (পালমেরাস)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন