রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটে করোনায় মৃত্যু আরো ৩ জনের, সনাক্ত ৬৬ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২২ মে, ২০২১, ৫:৩২ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। ওই সময়ে সিলেটে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে আরও ৬৬ জনের শরীরে। আজ শনিবার (২২ মে) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক এক প্রতিবেদনে বলা হয়, নতুন শনাক্ত ৬৬ জন সহ সিলেট বিভাগে মোট করোনা শনাক্তের সংখ্যা ২১ হাজার ৯১১ জন। এরমধ্যে সিলেট ১৪ হাজার ২৬১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৭৮ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৪৬২ জন ও ২ হাজার ৪১০ জন মৌলভীবাজারে। নতুন শনাক্তদের মধ্যে ৫৭ জন সিলেটের বাসিন্দা। এছাড়া বিভাগের হবিগঞ্জে ৫ জন ও ৪ জন রোগী শনাক্ত হয়েছেন মৌলভীবাজারে। একই দিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৪৩ জন সুস্থ্য হয়েছেন। এদের মধ্যে রয়েছেন ২৮ জন সিলেট ও ১৫ জন সুনামগঞ্জের বাসিন্দা । এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২০ হাজার ৬৫৯ জন। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩ জন রোগী। সকলই সিলেটের বাসিন্দা। এনিয়ে মোট ৩৮৮ জন মৃত্যুবরণ করেছেন বিভাগে। এর মধ্যে সিলেট ৩১২ জন, সুনামগঞ্জে ২৯ জন, হবিগঞ্জে ১৮ জন এবং ২৯ জন মৌলভীবাজারের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন