শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নোয়াখালীতে বৃষ্টি কামনায় ইস্তিসকার নামাজ আদায়

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ২৩ মে, ২০২১, ১২:০১ এএম

গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টি কামনায় বিশেষ ইস্তিসকার নামাজ আদায় করেছেন স্থানীয় মুসল্লিরা। গতকাল শনিবার দুপুর ২টার দিকে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বোর্ড স্কুল সংলগ্ন আল-ফালাহ মসজিদ প্রাঙ্গণ মাঠে বৃষ্টির জন্য এই বিশেষ নামাজ আদায় করা হয়। এ সময় মাইজদী জামে মসজিদ, কানু গাজী জামে মসজিদ, আল ফালাহ জামে মসজিদ ও আল আমিন মসজিদ ও মাদরাসার মুসল্লিগণ নামাজে অংশগ্রহণ করে। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাইজদী কোর্ট মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ ইসমাইল। জ্যেষ্ঠ মাসেও বৃষ্টির দেখা নেই নোয়াখালীর ৯টি উপজেলায়। অনাবৃষ্টিতে সম্ভব হচ্ছে না ফসল উৎপাদন। খরতাপে শুকিয়ে গেছে বেশির ভাগ খালের পানি, নলকূপের পানি, পুকুরের পানি। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে এখানকার জনজীবন। এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করা হয় বলে জানিয়েছে অংশগ্রহণকারী মুসল্লিরা। কিছু দিন আগে পার্শ্ববর্তী ফেনী জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও নোয়াখালীতে আশাতীত বৃষ্টি হয়নি। তীব্র তাপদাহে জেলায় সুপেয় পানির সঙ্কট দেখা দিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন