শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

‘ফিলিস্তিন সঙ্কটের স্থায়ী সমাধান চাই’

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ২৩ মে, ২০২১, ১২:০১ এএম

আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ এর আমীর প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুলাহ আল-গালিব এক বিবৃতিতে ইসরাঈলী দখলদার বাহিনী কর্তৃক ফিলিস্তিনের গাজায় নারী ও শিশুসহ নিরীহ মুসলমানদের উপরে বর্বরোচিত বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, শুধু যুদ্ধ বিরতিই নয়, বরং ফিলিস্তীনী সংকটের স্থায়ী সমাধান আবশ্যক।

তিনি বলেন, ফিলিস্তিনী ভ‚খন্ড থেকে অবৈধ দখলদার ইহুদীদেরকে উৎখাত করতে হবে।
পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী স্বাধীন ‘ফিলিস্তিন রাষ্ট্র’ প্রতিষ্ঠার মাধ্যমে এর স্থায়ী সমাধান করতে হবে। তিনি গণহত্যার দায়ে রক্তপিপাসু বেনিয়ামিন নেতানিয়াহু ও তার দোসরদের আন্তর্জাতিক আদালতে বিচারের জোর দাবি জানান। দীর্ঘ ১১দিন যাবত ইহুদীদের নৃশংসতায় আহত ও ক্ষতিগ্রস্থ মুসলিম ভাই-বোনদের নিকট প্রয়োজনীয় মানবিক সাহায্য পৌঁছে দেয়ার জন্য বিশ্ববাসীর প্রতি আহবান জানান। এক্ষেত্রে যথাযথভাবে ত্রাণ সামগ্রী গাজায় পৌঁছানোর নিশ্চয়তা প্রদানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ফিলিস্তিনি সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন