গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল কর্তৃক আজ ২৪ মে রাত সাড়ে ৩ টায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল ধনকুন্ডা ও সকাল ৫টা ৩০ মিনিটে ফতুল্লা থানাধীন পূর্ব দেলপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ জাকির হোসেন (৩৫)’কে গ্রেফতার করা হয়। উক্ত অভিযানে ৩৩৬০ লিটার চোরাই ডিজেল, ১টি মিনি কাভার্ডভ্যান ও ১টি নীল রংয়ের ছোট পিকআপ ভ্যান জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অবস্থিত পদ্মা ও মেঘনা ডিপো কেন্দ্রিক বেশ কয়েকটি চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে। উক্ত ডিপো হতে প্রতিদিন শত শত তেলের লরী তেলভর্তি করে দেশের বিভিন্ন এলাকায় যায়। কিছু অসাধু লরীর ড্রাইভার ও হেলপার নামে মাত্র মূল্যে তেলভর্তি লরী থেকে তেল চুরি করে চোরাই সিন্ডিকেটের কাছে বিক্রি করে। গ্রেফতারকৃত আসামী মোঃ জাকির হোসেন’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ সে বিভিন্ন কৌশলে অবৈধ উপায়ে জ্বালানী তেল সংগ্রহ করে এবং অবৈধভাবে কেনাবেচা করে আসছে।গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন