স্টাফ রিপোর্টার : নাশকতার অভিযোগে করা পাঁচ মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে জামিন হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত। গতকাল রোববার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ‘নো অর্ডার’ দেন। ফলে পাঁচ মামলায় রিজভীর জামিন বহাল রইল বলে জানিয়েছেন তার আইনজীবী। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। রিজভীর পক্ষে শুনানি করেন আইনজীবী আমিনুল হক। সঙ্গে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম। এর আগে ৭ সেপ্টেম্বর পৃথক পাঁচ মামলায় রুহুল কবির রিজভী ছয় মাসের জামিন পান। নাশকতার অভিযোগে ২০১৩ ও ২০১৫ সালে মতিঝিল, রমনা ও খিলগাঁও থানায় একটি করে এবং পল্লবী থানায় দুটি মামলা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন