স্টাফ রিপোর্টার : প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সহকারী একান্ত সচিব (এপিএস) হলেন মো. আবদুল হাই। গতকাল রোববার সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ৮ সেপ্টেম্বর প্রেসিডেন্টের অভিপ্রায় অনুযায়ী সহকারী একান্ত সচিব পদে আবদুল হাইকে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আবদুল হাই প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের ভাই।
মুক্তিযোদ্ধা আবদুল হাই ১৯৯৭ সালে তৎকালীন ডেপুটি স্পিকার মো. আবদুল হামিদের এপিএস হিসেবে সংসদে চাকরিজীবন শুরু করেন। এরপর আবদুল হামিদ স্পিকার হলেও আবদুল হাই এপিএস হিসেবে দায়িত্ব পালন করেন। সংসদে যোগ দেয়ার আগে তিনি কিশোরগঞ্জের মিঠামইন কলেজে শিক্ষকতা করতেন। আবদুল হাই ২০১৩ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার উপ-পরিচালক থাকা অবস্থায় অবসরে যান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন