শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বছরে ব্যাংক খাতে ট্রিলিয়ন ডলার যুক্ত হতে পারে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মে, ২০২১, ১২:০১ এএম

প্রযুক্তির ছোঁয়ায় প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে ব্যাংক খাত। সহজ থেকে সহজতর হচ্ছে লেনদেন। মুহ‚র্তেই পাওয়া যাচ্ছে ঝামেলাহীন পরিষেবা। তবে ব্যাংক খাতের লেনদেনে আম‚ল পরিবর্তন আনতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার। নতুন একটি সমীক্ষায় দেখা গেছে, এআই প্রতি বছর ব্যাংক খাতে অতিরিক্ত ১ ট্রিলিয়ন ডলার যুক্ত করতে পারে। গ্রাহকদের পরিষেবায় ব্যক্তিগতকরণ বৃদ্ধি, উচ্চ অটোমেশনের মাধ্যমে ব্যয় হ্রাস, ত্রæটির হার কমিয়ে আনা এবং উন্নত দক্ষতার ব্যবহারের মাধ্যমে এআই ব্যাংকগুলোর রাজস্ব বৃদ্ধিতে সহায়তা করতে পারে। খবর দ্য ন্যাশনাল। ‘বিল্ডিং দ্য এআই ব্যাংক অব দ্য ফিউচার’ শীর্ষক সমীক্ষাটি পরিচালনা করেছে মার্কিন পরামর্শক প্রতিষ্ঠান ম্যাকেঞ্জি। প্রতিবেদনে বলা হয়েছে, বিস্তৃত ডাটা থেকে প‚র্বাভাস তৈরির মাধ্যমে এ প্রযুক্তি নতুন সুযোগ উন্মোচন করতে পারে। ম্যাকেঞ্জির সিনিয়র অংশীদার রিনি থমাস বলেন, গ্রাহকরা তাদের প্রতিদিনের লেনদেনের একটি উল্লেখযোগ্য অংশ ডিজিটাল চ্যানেলের মাধ্যমে পরিচালনা করছেন। ডিজিটাল চ্যানেলের মাধ্যমে তারা আরো স্বাচ্ছন্দ্য, গতি ও ব্যক্তিগতকৃত পরিষেবায় অভ্যস্ত হয়ে উঠছেন। এজন্য ব্যাংকগুলোয় প্রতিনিয়ত গ্রাহকদের প্রত্যাশা বাড়ছে। তিনি বলেন, এ চ্যালেঞ্জিং পরিবেশে প্রতিযোগিতা ও সাফল্য অর্জনের জন্য ঐতিহ্যবাহী ব্যাংকগুলোকে এআই ও বিশ্লেষণ সক্ষমতা তৈরিতে মনোযোগ দিতে হবে। এজন্য ব্যাংকের কৌশল ও পরিচালনায় অবশ্যই এআইকে অগ্রাধিকার দেয়া উচিত। ব্যবসায়ের স্থিতিশীলতা তৈরি ও মহামারীজনিত ধীরগতি বন্ধে বিশ্বব্যাপী ঋণদানকারীরা উন্নত পরিচালনা ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করছেন। গত মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চলতি বছরের বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির প‚র্বাভাসকে ৬ শতাংশে উন্নীত করেছেন। যেখানে গত বছর ৩ দশমিক ৩ শতাংশ সংকোচনের প‚র্বাভাস দেয়া হয়েছিল। ম্যাকেঞ্জির প্রতিবেদনে বলা হয়েছে, অনেক ব্যাংক এআই প্রযুক্তি ব্যবহারে লড়াই করছে। কারণ খÐিত ডাটা সম্পদ, জটিল ও বিনিয়োগহীন প্রযুক্তি, সেকেলে পরিচালনা মডেল এবং ব্যাংকগুলোর সুস্পষ্ট কৌশলের অভাব রয়েছে। ব্যাংকগুলোকে অবশ্যই এআইভিত্তিক প্রতিষ্ঠান হওয়া উচিত। এমনিতেই বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো আর্থিক পরিষেবায় যুক্ত হওয়ায় ব্যাংকগুলো ক্রমবর্ধমান হুমকির সম্মুখীন। ব্যাংক খাতে ডিজিটাল বা মোবাইলভিত্তিক পরিষেবা দেয়া নিও ব্যাংকগুলো ব্যাপক প্রতিযোগিতা তৈরি করেছে। দ্য ন্যাশনাল।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন