শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে করোনায় মৃত্যু ৬শ’ ছাড়াল

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৬ মে, ২০২১, ১২:০৩ এএম

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত এক মাসে করোনায় মারা গেছেন ১০০জন। আর এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০২জনে। গত ২৪ ঘণ্টায় যে চারজন মারা গেছেন তারা বিভিন্ন উপজেলার বাসিন্দা। তবে এ পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাসে মৃতদের মধ্যে নগরীর বাসিন্দা ৪৩৪ জন। বাকিরা জেলার ১৪টি উপজেলার বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় জেলার সাতটি ও কক্সবাজারের একটিসহ মোট আটটি কেন্দ্রে ৭৫৫ জনের নমুনা পরীক্ষায় ৯৩ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। সে হিসেবে শনাক্তের হার ১২ দশমিক ৩১ শতাংশ। এখন পর্যন্ত জেলায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৫২ হাজার ৭৩৬ জনের। যার মধ্যে ৪২ হাজার ২১৬ জনই নগরীর বাসিন্দা। চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৩ এপ্রিল। ৯ এপ্রিল সাতকানিয়ায় এক বৃদ্ধের মৃত্যুর পর নমুনা পরীক্ষায় জানা যায় তিনি কোভিড-১৯ পজেটিভ ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন