শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নাটোরে নিখোঁজ ছেলের সন্ধানে পিতা-মাতার পাগল হওয়ার উপক্রম

প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সিংড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা : নাটোরের সিংড়া পেট্রোবাংলা মহল্লার বীর মুক্তিযোদ্ধা ডা. এস কে মোহাম্মদ আলীর ছেলে তৈয়ব মোহাম্মদ কালু নিখোঁজ হয়েছেন। ছেলের সন্ধানে পিতা-মাতা প্রায় পাগল হয়ে গেছেন। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে সিংড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
থানায় লিখিত অভিযোগে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর তৈয়ব মোহাম্মদ কালু (৩০) হঠাৎ করেই বাড়ি থেকে নিখোঁজ হন। নিজের আত্বীয়-স্বজন সহ আশে পাশের গ্রামে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। অবশেষে সিংড়া থানায় একটি সাধারণ ডায়রী করা হয়। তার বয়স ৩০ বছর, মুখে ছোট ছোট দাড়ি, গায়ের রং শ্যামলা, চেক সাদা সার্ট গায়ে, পরণে কালো টাউজার, উচ্চতা প্রায় সাড়ে ৫ফুট। পরিবারের দাবী তৈয়ব মোহাম্মদ আলী কালু মানুষিক রোগী। কোনো সহৃদয় ব্যক্তি খোঁজ পেলে ০১৫৫২৫৭৫৬৯১ নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হলো।
এ বিষয়ে সিংড়া থানার ওসির মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন