শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কুষ্টিয়ায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন

প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে: কুষ্টিয়া শহরের পিটিআই সড়কে দূর্বৃত্তের ছুরিকাঘাতে পলাশ নামে এক কলেজ ছাত্র খুন হয়েছেন। আহত হয়েছেন রাকিব নামে আরো এক যুবক। রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শহরের পিটিআই সড়কের আইসিটি কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহত পলাশের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে সন্ধ্যায় পিটিআই সড়কের জেলখানা মোড়ে কয়েকজন তরুনের মধ্যে বাকবিতন্ডা হয়। এসময় একজন ধারালো ছুরি দিয়ে দুজনকে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর পলাশের মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) তাপস কুমার সরকার পলাশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আহত রাকিবের অবস্থাও আশংকাজনক। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন চৌধুরী জানিয়েছেন পুর্ব শত্রæতার জেরে এ ঘটনা ঘটেছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন