চট্টগ্রামের হাটহাজারীতে ভাঙচুরের ঘটনায় হেফাজতে ইসলামের আরও এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আমিনুল ইসলাম হেফাজতে ইসলামের হাটহাজারী উপজেলা শাখার দাওয়াহ বিষয়ক সম্পাদক। বুধবার গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করেছে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী বলেন, নাশকতায় জড়িত থাকার তথ্যপ্রমাণ পেয়ে আমিনুলকে গ্রেফতার করা হয়েছে। কয়েকজন হেফাজত নেতাকে গ্রেফতারের পর সে ফটিকছড়িতে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে আত্মগোপন করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাত দুইটার দিকে তাকে ওই বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। হাটহাজারীতে নাশকতার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এ নিয়ে হাটহাজারীতে ভাঙচুরের ঘটনায় পুলিশের ১০ মামলায় ৮৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন