স্টাফ রিপোর্টার : আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকা’র উদ্যোগে জামেয়া কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ আল-কাদেরী (রহ.)’র পবিত্র ওরছ মুবারক মোহাম্মদপুরস্থ মসজিদে-এ তৈয়্যেবিয়ায় ট্রাস্টের সভাপতি আলহাজ মো: আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাহফিলে বক্তাগণ বলেন, আল্লামা সৈয়্যদ তৈয়্যব শাহ (রহ.)’র মাধ্যমেই বাংলাদেশে ইসলামের সঠিক মতাদর্শ ‘আহ্লে সুন্নাত ওয়াল জামাআত’ এর সু-দৃঢ় ভিত্তি প্রতিষ্ঠিত হয়। এ মনীষী ইসলামের সঠিক আকিদা সুনিয়াত প্রসারে ‘সংস্কারকের ভূমিকা’ পালন করেন। এতে আঞ্জুমান, গাউছিয়া কমিটি বাংলাদেশ এর নেতৃবন্দ, কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসার শিক্ষক-কর্মচারী, ছাত্র ও অসংখ্য পীর ভাই-বোন উপস্থিত ছিলেন। সকাল হতে পবিত্র গাউছিয়া শরীফ, খতমে কুরআন মাজীদ, খতমে বুখারী শরীফ, খতমে ‘মজমুয়ায়ে সালাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহ ওয়া সাল্লাম ও খতমে তাহলীলের মাধ্যমে ওরছ মুবারকের কার্যক্রম শুরু হয়। সকাল ১১.০০টা হতে মাদরাসার আরবি প্রভাষক ড. মাওলানা নাছির উদ্দিন এর সঞ্চালনায় তাঁর কর্মবহুল জীবনীর উপর আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন ঢাকা আঞ্জুমানের সেক্রেটারি ও মাদরসার গভর্নিংবডির সদস্য সচিব আলহাজ সিরাজুল হক, আঞ্জুমানের জয়েন্ট সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, নির্বাহী সদস্য শাহ হোসেন ইকবাল, শোয়েবুজ্জামান চৌধুরী, আলহাজ আব্দুল মালেক বুলবুল মাদরাসার অধ্যক্ষ আলহাজ হাফেজ কাজী আব্দুল আলিম রিজভী, উপাধ্যক্ষ মুফ্তি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, মুফতি মাহমুদুল হাসান, শাইখুল হাদিস মাওলানা মুশতাক আহমদসহ প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন