বাংলাদেশ সরকার সউদী আরবে গমনেচ্ছু বাংলাদেশিদের কোয়ারেন্টাইনে থাকাকালে হোটেল ভাড়া পরিশোধ করবে। এ বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (২৭ মে) নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, সউদী আরবে যারা যাচ্ছে তাদের হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। কারণ, ওই দেশ নিয়ম করেছে, যারা সেখানে যাবে তাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। আমাদের দেশ থেকে যাওয়া প্রবাসীদের কষ্ট দেখে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন তাদের হোটেলের থাকার খরচ যেন সরকার বহন করে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে সব প্রবাসী সেখানে যাবেন, তাদের একটি তালিকা তৈরি করে সউদী আরবে আমাদের রাষ্ট্রদূতকে দেওয়া হবে। তিনি সেখানে তাদের থাকার ব্যবস্থায় সর্বাত্মক সহযোগিতা করবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন